ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকার কেরানীগঞ্জে একটি ওয়ান টাইম গ্লাস ও প্লেট তৈরির কারখানায়। এতে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১৯ নভেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়ার বেলনা শুনাকির টেক গ্রামে ডেইরিক ডট বাংলাদেশ নামের একটি প্লাস্টিকের কারখানায় এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ আশেপাশে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে শুক্রবার কারখানাটি বন্ধ থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিটসহ মোহাম্মদপুর সাভার থেকে আসা মোট পাঁচটি ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply