নাঈম ঊদ্দীন ইমন ,চট্টগ্রাম প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের শীতলপুর বগুলাবাজার নামক এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি রাইস মিলসহ ৬টি দোকান ও ৬০টি ভাড়া ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (৩ ফেব্রুয়ারী) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক পৌনে ৮টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর বগুলাবাজার এলাকায় স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. জালাল উদ্দিন বাজার সংলগ্ন ভাড়া ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। তা মহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়লে এতে ৬০টি ভাড়া ঘর ও একই মালিকের কয়েকটি দোকানসহ ৬টি দোকান পুড়ে একেবারে ছাই হয়ে যায়। তবে এর মধ্যে রাত ৮টার পরপর সেখানে কুমিরা ফায়ার সার্ভিসের টিম সেখানে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।পরে রাত আনুমানিক ৯টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ রাইস মিলের মালিক স্থানীয় সংবাদকর্মী কামরুল ইসলাম দুলু বলেন, স্থানীয় সাবেক মেম্বার জালাল উদ্দিনের ভাড়া ঘর থেকে আগুন লেগে তা মহূর্তে বাজারে ছড়িয়ে পড়লে জালাল উদ্দিনের মালিকানাধীন ৬০টির মত ভাড়া ঘর, আমাদের একটি বড় রাইস মিল ও আরো ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
তিনি বলেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছি আমরাই। পুরো রাইস মিলটি শেষ হয়ে গেছে। এদিকে অগ্নিকান্ডে ভয়াবহতার কথা জানান স্থানীয় সোনাইছড়ির ইউপি চেয়ারম্যান মো. মুনীর আহমেদ।
তিনি বলেন, অগ্নিকান্ডে ৫০-৬০টি ভাড়া ঘর, ৬টির মত দোকান পুড়ে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব করা সম্ভব হয়নি।
অগ্নিকান্ডের বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস ষ্টেশানের ডিউটি ম্যান আনোয়ারুল জানান, বগুলা বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে সিনিয়র স্টেশান অফিসার সুলতান মাহমুদ, লিডার আতিকুর রহমানসহ একটি টিম সেখানে যান। তারা আগুন নিয়ন্ত্রন করে রাত ৯টা ৫০ মিনিটে। পরে তারা ষ্টেশানে ফিরে আসে। তবে তাৎক্ষনিকভাবে কোন ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।