গতকাল ২৬শে মে নগরীর আগ্রাবাদস্থ ঘরানা রেস্তোরায় বর্ণাঢ্য আয়োজনে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম সার্কেল এর নবগঠিত কার্যকরী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান ২০২৩-২৬ অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (চট্টগ্রাম কলেজ এর সাবেক অধ্যক্ষ) বিডিএফ এর নির্বাচন কমিশনার এ কে ফজলুল হক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডিএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন আবুল কাশেম এম যে এফ । বিডিএফ এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এম জহিরুল আলম । বিডিএফ এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম মমিন । বিডিএফ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুর নবী ।বিডিএফ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক জসিম উদ্দীন । বিডিএফ চট্টগ্রাম সার্কেল এর সভাপতি আতিকুল্লাহ বাহার । বিডিএফ চট্টগ্রাম সার্কেল এর সাধারন সম্পাদক আলহাজ্ব শাহ আলম খান । প্রধান অতিথি নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠ শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সংগঠনের কার্যক্রম কে আরো গতিশীল করার আশাবাদ ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করে প্রতিক্রিয়া প্রকাশ করে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি আতিকুল্লাহ বাহার । পরিশেষে উৎসবের আমেজে উপস্থিত সকলকে নব-নির্বাচিত কার্যকরি কমিটির সৌজন্যে এক নৈশ ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।