পৌর নির্বাচনের পূর্বরাতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মো.আজিম (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ শহরে। গতকাল সোমবার (২৯ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বটতলাহাট এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। নিহত আজিম শহরের বটতলাহাট (নামোশংকরবাটি) মাওরিপাড়া এলাকার হযরত আলীর ছেলে ও নামোশংকরবাটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র।
জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আহমেদ জানান, রাত সোয়া ১০টার দিকে আজিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পিঠের ডান দিকে ছুরিকাঘাত করা রয়েছে। তিনি বলেন, নিহতের সাথে শহরের বড়িপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে ইমন (১৮) নামে এক তরুণকে পিঠে ছুরিকাঘাত ও শহরের নতুন হাট এলাকার আব্দুল আলিম (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে, স্থানীয় একটি সূত্র দাবি করেছে, ভোট নিয়ে ভোটের রাতে পিকনিকে নিজেদের মধ্যে কোন্দলে এ হতাহতের ঘটনা ঘটে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘটনাটি নির্বাচনী সহিংসতা কিনা তা নিশ্চিত নয়।