চট্টগ্রামে বেশি দামে ডিম বিক্রি করায় একটি আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকালে পাহাড়তলী ডিমের আড়ত ৩৯ নং মামা ভাগিনা আড়তে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। ভাউচারে গরমিল ও কম দামে কিনে বেশি দামে বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় আড়তদারকে। এদিকে অভিযানের খবর পেয়ে অধিকাংশ আড়তদার পালিয়ে যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা আড়তগুলি সিলগালা করে দেয়। বাড়তি দামে ডিম বিক্রীর বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান কর্মকর্তারা।