যুক্তরাজ্যের সংগঠন ওয়ার্ল্ড বুক রেকর্ডসের সম্মাননা পেলেন আনোয়ারার সংসদ সদস্য, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
জানা গেছে, ভূমি মন্ত্রণালয়কে ডিজিটালাইজেশন, স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেয়েছেন ভূমিমন্ত্রী।
রোববার (২১ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর হাতে এ সম্মাননা তুলে দেন সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট রওমান স্মিতা।
এসময় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘এ সম্মানে ভূষিত করার জন্য আমি ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসকে ধন্যবাদ জানাচ্ছি। এ সম্মাননা আমার জন্য প্রেরণাদায়ক। এটা শুধু আমার অর্জন নয়, এটা পুরো মন্ত্রণালয়ের, প্রধানমন্ত্রীর অর্জন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ সম্মাননা অর্জন সত্যি বিশেষ কিছু’।
যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন সংগঠনের প্রধান ড. দিবাকর সুকুল। তিনি জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতি প্রতিরোধ আর মন্ত্রণালয়ের সেবা জনগণের জন্য সহজ করার কারণে ভূমিমন্ত্রীকে এই সম্মাননা জানাচ্ছে সংগঠনটি।