‘ভুয়া অনলাইন টিভি খুলে টেন্ডল রাজুর চাঁদাবাজি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানাইয়েছেন শাহাদাত হোসেন রাজু । তিনি প্রতিবাদ লিপিতে বলেন অনৈতিক সুবিধা না পেয়ে মো.মুক্তার হোসেন বাবু আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে। মো.মুক্তার হোসেন বাবুর নিজ সম্পাদনায় সম্প্রচারিত প্রিয় সংবাদে প্রচারিত সংবাদের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি । সে অবৈধ উপার্জনে বিল্ডিং নির্মাণ করেছে ও নগরীতে প্রিয় সংবাদ নামে শতাধিক সিএনজি গাড়ী চালাচ্ছে । আমার বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার বন্ধ না করলে আমি আইনের আশ্রয় নেবো।