আপনার ভালো আমি দেখতে পারছি না,আমার ভালোটা আপনি দেখতে পারবেন না। এটাই এখন বাস্তবতা। ধরুন আমি আগে ডাকাত ছিলাম অনেক বড় দুর্ধর্ষ ডাকাত, হঠাৎ আমার মধ্যে পরিবর্তন ডাকাতি করে যে সম্পদ গড়েছিলাম তা গরীব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিলাম। এখন দিন মজুরের কাজ করছি মানুষকে ভালো ভালো উপদেশ দিচ্ছি । তাতে বাঁধবে সমস্যা সমাজের কেউই স্বাভাবিক ভাবে নিবে না নিতে চাইবে না। তুচ্ছ তাচ্ছিল্য করবে হেয় করে দূরে সরিয়ে দিবে কারন আগে আমি ডাকাত ছিলাম আমার মুখে ভালো কথা নাকি মানায় না। কেন? কেন? আমি কি ভালো হতে পারি না আমার মধ্যে কি পরিবর্তন আসতে পারে না। স্বাভাবিক বিষয় টাকে সমাজের কিছু মানুষ অস্বাভাবিক করে তুলবে। আপনাদের হয়তো অজানা নয় সুন্দরবনের শত শত বনদস্যুবাহিনী আত্মসমর্পণ করেছে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তারা এখন সাধারন ভাবে কর্ম করে জীবন জীবকা নির্বাহ করছে। শুধু একজন মানুষ তাদের সুপথ দেখাতে নিজের জীবনের ভয় না করে দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে আহবান জানিয়ে সফল হয়েছে তিনি সবার প্রিয় সাংবাদিক মহসিন উল হাকিম। আমরা কেন পারছি না খারাবের পাশে গিয়ে সুপথের আহবান জানাতে,কারন আমরা সবাই একজন মহসিন উল হাকিম হতে পারবো না বা হতে ইচ্ছে পোষণ করছি না। প্রবাদ আছে ইচ্ছে করলে উপায় হয় কিন্তু আমাদেরর ইচ্ছে শক্তি গূলো মরে যাচ্ছে বা মৃত প্রায়। কারো ভালো দেখলে হিংসা করছি ভালোর সাথে চলতে দেখলে পা টেনে ধরছি। ইতিহাস সাক্ষী ভালোর জয় সব সময়ই হয়েছে আজ অথবা কাল। তাই আসুন বুজতে চেষ্টা করি ডাকাত ও সাধু হতে পারে,সাধুর পিছন থেকে পা টেনে কি লাভ নিজেকে সাধু করার চেষ্টা করি।