চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহের জেরে ভাবি ছুরিকাঘাত করে দেবরকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা পীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাবি নাছিমা আক্তারকে (২২) এবং তার স্বামী ইউসুফ কে আটক করেছে পুলিশ।নিহত দেবরের নাম মোহাম্মদ ইউনুছ (৪০)। তিনি লোহাগাড়া উপজেলার কুমিরাঘোনা পীরপাড়া এলাকার মৃত আলী আহমদের ছেলে। পুলিশ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ ইউনুছের সঙ্গে তাঁর বড় ভাই মোহাম্মদ ইউসুফ ও ইউসুফের দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার বিকেলে ওই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে ইউসুফ ও তাঁর স্ত্রী নাছিমা আক্তার লোহাগাড়া থানায় অভিযোগ দেন। বুধবার সন্ধ্যায় আবারও ইউনুছ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেই ইউসুফ ও তাঁর দ্বিতীয় স্ত্রীর বিবাদ শুরু হয়।
একপর্যায়ে ইউসুফের দ্বিতীয় স্ত্রী নাছিমা আক্তার ঘর থেকে ছুরি এনে দেবর ইউনুছের পেটে ঢুকিয়ে দেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ইউনুছকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।