ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে দরুদ-সালাম পড়ার কারণে মুসল্লীদের উপর হামলা করে মসজিদ রক্তাক্ত করার প্রতিবাদে এবং ঘটনার চিহ্নিত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চট্টগ্রাম প্রেস-ক্লাবের এস.রহমান হলে সংবাদ সম্মেলন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর। এই সময় উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি চট্টগ্রাম মহানগর এর সভাপতি তসখির আহম্মদ, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, যুগ্ন মহাসচিব মোঃ বখতিয়ার উদ্দিন, । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, গাউছিয়া কমিটি চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ। এই সময় বক্তারা বলেন, বাংলাদেশকে বর্হি বিশ্বের কাছে অস্থিশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য এই ধরনের সাম্প্রদায়িক হামলা প্রতিনিয়ত করা হচ্ছে। তাই আজকের এই সংবাদ সম্মেলন থেকে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রী, দৃষ্টি আকর্ষণ করছি যাতে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার।