চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে শান্তি শোভাযাত্রা। সকালে নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির এলাকায় এ শোভযাত্রা অনুষ্ঠিত হয়। বর্ণঢ্য এ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপ মন্ত্রী ব্যরিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া। এসময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সাম্প্রদায়িক সম্পৃতির এক অনণ্য উদহারণ, কোন সাম্প্রদায়িকতার স্থান এদশে হবে না।
দেশের সকল সম্প্রদায়ের মঙ্গল কামনায় বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রায় ভক্তরা অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের বিভিন্ন বাণীসহ নানান ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন। শোভাযাত্রাটি নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নন্দনকানন বৌদ্ধ মন্দিরসহ নগরী ও জেলার বৌদ্ধ মন্দিরগুলোতে আলোচনা সভা ও ধর্মীয় নানান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।