কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। যার প্রভাবে জোয়ার আসলেই ঢেউয়ের আঘাতে তছনছ হচ্ছে সৈকতের লাবণী পয়েন্ট। একই সঙ্গে উচ্চ জোয়ার এলেই আতঙ্কে থাকেন সৈকতপাড়ের দোকাদাররা।
একদিকে বিস্তির্ণ জলরাশি অন্যদিকে সারি সারি ঝাউবনের সৌন্দর্যের কক্সবাজার সমুদ্র সৈকত কিন্তু পৃর্ণিমার জোয়ার এবং নিম্নচাপের কারণে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট উঁচু ঢেউয়ের সৃষ্ঠি হয়।ফলে কক্সবাজারের নান্দনিক সৌন্দর্যের তিনটি পয়েন্ট:কলাতলী,লাবণী এবং সুগন্ধার বালুচরে ভাঙন হয়। তলিয়ে যাই পর্যটকদের নিরাপত্তা জন্য বসানোর টুরিস্ট পুলিশবক্স।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলছেন পূর্ণিমার জোয়ারের কারণে সমুদ্রের ভাঙ্গন তীব্র হয়েছে।তাই এক-দুই মাসের মধ্যে এয়ারপোর্ট থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করা হবে
সমুদ্র সৈকতে ৩নম্বর সতর্কবার্তা তবুও কোনো মানছে না পর্যটক।সমুদ্রের জলরাশির সাথে খেলা করারচরে চলে যাচ্ছে বিপদসীমানার তীরে তবে এখনও পর্যন্ত কোনো দূর্ঘটনার কথা শুনা না গেলেও পর্যটকরা যেন বিপদসীমানা পার না করে সেদিকে ব্যাপকভাবে নজরদারি রেখেছে লাইফগার্ড কর্মীরা ।
প্রছন্দের লাবণী পয়েন্টে রক্ষায় প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ও পর্যটকরা