বেপরোয়া গতির পরিবহণের ধাক্কায় চট্টগ্রামের সাতকানিয়ায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠাদিঘী নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার করিমপুর এলাকার মুন্সী বাড়ীর মৃত নূর হোসেনের পুত্র মুহাম্মদ সালাউদ্দিন, তিনি ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে কর্মরত ছিলেন। অপর জন একই থানার চৌমুহনী পৌরসভার ০৪নং ওয়ার্ডের তোফায়েল আহমেদের পুত্র তৌহিদ উদ্দীন আহমেদ। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী বলে জানা গেছে।
নিহতের খালাতো ভাই নাজিম উদ্দীন জানান, তিন দিন আগে নোয়াখালীর চৌমুহনী থেকে কক্সবাজার বেড়াতে গিয়ে ছিল তৌহিদ ও সালাউদ্দিন। ফেরার পথে সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় পতিত হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্হলে ফোর্স পাঠিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হসতান্তর করা হবে।