বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের অধীনে যেহেতু চিকিৎসা নিচ্ছেন না সেহেতু তার কো্নোপ্রকার স্বাস্থ্যহানি ঘটলে তার দায় বিএনপি, তার পরিবার ও বিএনপির তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া চিকিৎসকদের বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড: হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি দ্বিচারিতা করছে। একদিকে রাজপথে বেগম জিয়ার মুক্তির জন্য আন্দোলন করেছে আবার অন্যদিকে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে পাঠানোর জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে চট্টগ্রামের তৎকালীন এসপি শামসুল হকের বায়োপিক “দামপাড়ার” মহরত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, দেশে রাজনৈতিক ও বিরোধী মতের স্বাধীনতা রয়েছে বলেই বিএনপি সারাদেশ ঘুরে ঘুরে সরকারের নামে বিষোদগার করতে পারছে। অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর , চলচ্চিত্রটির নায়ক নায়িকা ও কলা কূশলীরা উপস্থিত ছিলেন।