ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেবিড বেকহাম হিন্দি টেলিভিশনের ‘নাগিন’ মৌনি রায়ের সঙ্গে এক ফ্রেমে। পোশাকেও রঙের মিল পাওয়া গেল, পরস্পরের কোমর জড়িয়ে রোমান্টিক পোজ দিলেন দুজনে!
এই ছবি দেখে ভারতীয় ফুটবলভক্তরা বিস্মিত। ইনস্টাগ্রাম ওয়ালে বেকহামের সঙ্গে এই ছবি শেয়ার করেছেন মৌনি। নায়িকা নিজেও বিশ্বাস করতে পারছেন না, ডেভিড বেকহামকে কাছে পেয়ে উত্তেজিত মৌনি, ছবির ক্যাপশনে লিখেছেন- ‘এটা কী ঘটল???’
চড্ডা তৈরি করেছিলেন ‘বেন্ড ইট লাইক বেকহাম’। বেকহামের প্রেমে পাগল এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ তরুণীর গল্প বলে এই ছবি। ভারতীয়রা তাড়িয়ে উপভোগ করেছিল সেই ছবি। ফুটবলকে বিদায় জানালেও ভারতে বেকহামের প্রতি ক্রেজ এতটুকুও কমেনি, এই ছবি তাঁর জলজ্যান্ত প্রমাণ।