জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের
দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের আদেশ প্রত্যাহারের দাবীতে
চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স
ইন্সটিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সামনে এ মানববন্ধনে সরকারী, বেসরকারী ও
স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রকেৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে
প্রকৌশলীরা বলেন, জেলা পর্যায়ের সব নির্বাহী প্রকৌশলী পঞ্চম গ্রেডের
কর্মকর্তা এবং ঠিকাদারকে বিল দেন তারা। জেলা প্রশাসকরাও পঞ্চম গ্রেডের
কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ আদেশে প্রকৌশলীদের মধ্যে অসন্তোষ
সৃষ্টি হয়েছে। তাদের মতে মূলত এ ধরনের সিদ্ধান্ত গোলমাল সৃষ্টি আর সরকারি
অর্থের অপচয় ছাড়া আর কিছুই হবে না।