বৃহত্তর রংপুর, বগুড়া ও দিনাজপুর সিএন্ডএফ কর্মচারী কল্যাণ ফোরাম,চট্টগ্রাম এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল (আজ) ১৮ এপ্রিল হোটেল আগ্রাবাদের ইছামতি হলে অনুষ্ঠিত হয়েছে । বৃহত্তর রংপুর, বগুড়া ও দিনাজপুর সিএন্ডএফ কর্মচারী কল্যাণ ফোরামের সভাপতি জুলফিকার হাবিব রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী খাইরুল আলম দিপুর সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত সম্মানিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল হক আলমগীর, বৃহত্তর রংপুর সমিতির সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান লেবু,বৃহত্তর রংপুর, বগুড়া ও দিনাজপুর সিএন্ডএফ কর্মচারী কল্যাণ ফোরাম এর উপদেষ্টা মোঃ নুরুল আমিন, সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন সিবিএ- ২৩৪ এর সভাপতি এনায়েত উল্লাহ খোকন,সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, কার্যকরী সভাপতি নুরুজ্জামান রানা ও সাবেক সভাপতি কাজী খইরুল বাশার মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সাজ্জাদুর রহমান বাচ্চু,পিবিআই চট্টগ্রাম জেলা পুলিশ ইন্সপেক্টর মোঃ আবু হানিফ সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ, প্রশাসনের সদস্যবৃন্দ সহ সিএন্ডএফ সংশ্লিষ্ট সদস্য -প্রতিনিধিবৃন্দ ।
অতিথিবৃন্দকে স্বাগত জানান আয়োজক কমিটির আহবায়ক লায়ন খন্দকার কছির উদ্দিন,আয়োজক কমিটির সচিব লায়ন মোখলেছার রহমান, যুগ্ম আহবায়ক এম এ হান্নান ও মোঃ মুকুল হোসেন, যুগ্ম সচিব মাহাবুব রহমান রান্টু ও মোঃ রনজু মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান আমাদেরকে সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। একইসাথে সুবিধা বঞ্চিতদের জন্য আমাদের করণীয় সম্পর্কে ধর্মীয় অনুপ্রেরণা জোগায়
ইফতার ও দোয়া মাহফিলে ফোরামের সদস্যবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।