চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টিপাতের কারণে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে মহানগরীর নীচু এলাকা । বিভিন্নস্থানে জলজট তৈরী হওয়ায় দূর্ভোগ
বেড়েছে মহানগরবাসীর । অনেককে বৃষ্টির পানিতে ভিজে যেতে হয়েছে অফিসের কাজে। সড়কে জমে যাওয়া পানি মাড়িয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গণপরিবহন।
ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সকাল নয়টায় মুষলধারে বৃষ্টি নামে চট্টগ্রাম মহানগরীতে। রোববারের এই মুষলধারে বৃষ্টি জানান দিয়েছে এবার
বর্ষা এসে গেছে একটু আগেভাগেই। যদিও আষাঢ় মাস আসতে আরও সপ্তাহখানেক বাকি। বৃষ্টিতে কাকভেজা হয়েই কর্মস্থলে যেতে হয়েছে অনেককে। মুষলধারে বৃষ্টিতে
মহানগরীর ষোলশহর দুই নম্বর গেট, মুরদাপুর, বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় জলজট তৈরী হওয়ায় দূর্ভোগ বাড়ে নগরবাসীর। বৃষ্টির পানি মাড়িয়ে যানবাহন
চলাচল করে নগরীতে। বছরে পর বছর একই রকম দূর্ভোগ নিয়ে ক্ষুদ্ধ নগরবাসী।
প্রাক মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে বলেছে আবহাওয়া অফিস । তবে তা থেমে থেমে হবে। বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৭৫
দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস ।
এদিকে জলাবদ্ধতা নিরসনে সিডিএ’র অধীনে ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে চলমান প্রকল্পের অধীনে নগরের বিভিন্ন খালে বাঁধ দেওয়া হয়েছে, যা এখন জলাবদ্ধতার
কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে।
Leave a Reply