বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামসহ নানা ক্ষেত্রে অসংখ্য গুনীর জন্ম চট্টগ্রামের পটিয়ায়। তাই পটিয়া উৎসবের মাধ্যমে গুনীজনদের সম্মাননার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পটিয়ার আদর্শ স্কুল মাঠে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আয়োজিত পটিয়া উৎসব অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী সম্মাননা প্রদান করেন। এসময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে যে উন্নয়ন কাজ চলছে পটিয়া তার বাইরে নয়। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য ও হুইপ শামসুল হক চৌধুরী বলেন গেলো ১২ বছরে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে পটিয়ায়। ২০৩০ সাল নাগাদ প্রায় ৫০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হবে। তাতে বদলে যাবে পটিয়া। উৎসবে পটিয়ার ৪৩ জন গুণী ব্যক্তিত্বকে মরণোত্তর স্বর্ণ স্মারক সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ৫০ বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য পঞ্চাশটি রিকশা-ভ্যান ও জনপ্রতি নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।