বলিউডে এখন কান পাতলেই সবচেয়ে বড় গুঞ্জন হচ্ছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে। আগামী ডিসেম্বরেই বিয়ে করছেন ভিকি ও ক্যাটরিনা যদিও দুই অভিনেতার তরফ থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা পাওয়া যায়নি। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে জাঁকজমকপূর্ণ এই বিয়ের আসর বসতে চলেছে।
আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের বারওয়াড়া দুর্গে বসছে বসবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আসর। ইতোমধ্যে শুরু হয়েছে দাওয়াত পর্ব বলে ভারতীয় গণমাধ্যমে জোর গুঞ্জন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে নতুন তথ্য। বিয়ের পর ক্যাটরিনা কাইফের নামে আসছে পরিবর্তন। গণমাধ্যমটির খবর, বিয়ের পর নিজের নাম পরিবর্তন করতে পারেন ক্যাটরিনা। আসন্ন ছবি ‘টাইগার থ্রি’র প্রোমোশান, ছবি মুক্তির আগে যদি অভিনেত্রী সাত পাকে বাঁধা পড়েন; তাহলে কাছবির সমস্ত প্রোমোশান- ট্রেলার ও ছবিতে নিজের নাম পরিবর্তন করে ‘ক্যাটরিনা কাইফ কৌশল’ থাকবে।