নিম্নমানের বিষাক্ত ফ্লেভার, পাম ওয়েল ও ডালডা দিয়ে মণে মণে তৈরী হচ্ছিল ঘি ৷ গত এক দশক আগে কিংবা গত বছরও এসব অভিযোগে তিনবার অভিযান চালালেও শুধরায়নি চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকার বিএসপি ফুডস প্রোডাক্টস। গতকাল রাতে ফের সেখানে অভিযান চালায় র্যাব-৭। এসময় ৩ হাজার ৩৬০ কেজি ভেজাল ঘি ও ভেজাল ঘি তৈরীর উপাদান জব্দ করা হয়। অভিযানে বিএসপি ফুডসের ম্যানেজারকেও আটক করে র্যাব।
র্যাব-৭ এর এএসপি তাহমিদ আহমেদ চৌধুরী বলেন, কালুরঘাট বিসিক শিল্প এলাকার বিএসপি ফুডস প্রোডাক্টস কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তাও ছিলেন। ঘি বানানোর কোন লাইসেন্স না থাকলেও তারা ক্ষতিকর উপাদান দিয়ে দেদারসে ভেজাল ঘি তৈরী করে যাচ্ছে। ঘি তৈরীতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বিষাক্ত ফ্লেভার, পাম ওয়েল ও ডালডা। এসব ভেজাল ঘি তৈরী করে বাজারজাত করছিল।’
উল্লেখ্য, অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীনভাবে ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদনের দায়ে বিএসপি ফুডস প্রোডাক্টস প্রতিষ্ঠানকে গত ১০ বছরে বিভিন্ন মেয়াদে হ ২৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।