গত এক মাস আগে একসাথে জন্ম নেয়া চারটি সাদা রঙের বাঘ শাবককে উন্মুক্ত করা হয়েছে দর্শণার্থীদের জন্য। এরআগে আরো একটি সাদা শাবক জন্ম নিয়েছিল রাজ পরীর ঘরে। উপ মহাদেশের আর কোন চিড়িয়াখানায় একসাথে এতো সাদা রয়েল বেঙ্গল টাইগার আর নেই বলে জানিয়েছেন কতৃপক্ষ ।
২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনার পর ২০১৮ সালের জুলাইয়ে বাঘ দম্পতি রাজ-পরীর ঘরে জন্ম নেয় তিনটি শাবক। এদের মধ্যে একটি ছিল সাদা রঙের। নাম দেয়া হয় শুভ্রা। গত ৩০ জুলাই আবারো চারটি সাদা রঙের শাবক জন্ম নেয় এই প্রাণী দম্পতির ঘরে।
চট্টগ্রাম চিড়িয়াখানায় এলবিনো বাঘের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। উপমহাদেশের আর কোনো চিড়িয়াখানায় এধরনের বাঘ নেই বলে জানান গবেষকরা। এমন এক রেকর্ডের মুখোমুখি চট্টগ্রাম চিড়িয়াখানা।
আমদানি করা দুটি বাঘ থেকে সাড়ে পাঁচ বছরে জন্ম হয়েছে আরো ১৪টি বাঘের। মূলত: সঠিক রক্ষণাবেক্ষণের কারণে এটি সম্ভব হয়েছে বলে মনে করছেন কর্তৃপক্ষ। এসব বাঘ নিয়ে নতুন পরিকল্পনাও করছেন তারা
সোমবার থেকে নতুন চারটি বাঘের ছানা উন্মুক্ত করা হয় দর্শকদের জন্য।
নতুন এই চার শাবকের নাম রাখা হয়েছে পদ্মা, মেঘনা, সাঙ্গু ও হালদা।