ঐতিহ্যবাহী সব মিষ্টির সমাহার নিয়ে বন্দর নগরী চট্টগ্রামে ১০টি শোরুম চালু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘মিঠাই’। সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন স্থানে শোরুমগুলো উদ্বোধন করেন বঙ্গ বেকারস লিমিটেডের নির্বাহী পরিচালক অনিমেষ সাহা।
শোরুমগুলো চট্টগ্রামের মনসুরাবাদ ডিটি রোড, চাদগাঁও আবাসিক, বহদ্দারহাট আরাকান রোড, আন্দরকিল্লা মোমিন রোড, নবাব সিরাজউদ্দৌলা রোড, বায়েজিদ বোস্তামী রোড, খুলশীর জাকির হোসেন রোড, আগ্রাবাদ শেখ মুজিব রোড ও কদমতলী বাস টার্মিনাল এলাকায় অবস্থিত।নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে ক্রেতারা মিঠাই এর পণ্য কিনলে বিভিন্ন ধরনের ছাড় পাচ্ছেন। শোরুমে ৩০ ধরনের অধিক মিষ্টি ছাড়াও সকাল ও দুপুরের বিভিন্ন ধরনের খাবার, কেক, বার্গার, বেকারি আইটেম, স্ন্যাকস, কফি, লাচ্ছি, জুস ও বেভারেজসহ আরও অনেক ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে।অনিমেষ সাহা জানান, ‘মিঠাই’-এর লক্ষ্য সারাদেশে সুলভমূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত মিষ্টি পৌঁছে দেয়া। এ লক্ষ্যে মিঠাই সারাদেশে শোরুমের সংখ্যা বৃদ্ধি করছে।অনুষ্ঠানে মিঠাই-এর জেনারেল ম্যানেজার (বিপণন) মনিরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) কাজী সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) আশরাফুল আলম ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মো. পারভেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মিঠাই-এর ১৩০টির অধিক শোরুম চালু রয়েছে।