চট্টগ্রামের আক্তারুজ্জামান ফ্লাইওভারে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী ও তাদের গর্ভজাত সন্তানকে হত্যার অভিযোগে চালক আলী হোসেন ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে মানবপাচার সিন্ডিকেটের ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাতভর রাজবাড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে র্যাবের একাধিক টিম একযোগে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। দুপুরে চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব। র্যাব জানায় দীর্ঘদিন ধরে প্রান্তিক এলাকার দরিদ্র মানুষকে বিদেশে পাঠানোর মাধ্যমে ভাগ্য বদলের গল্প শুনিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল। একপর্যায়ে এসব মানুষদের ট্রলারে করে সাগরপথে বিভিন্ন দ্বীপে নামিয়ে দিত। অনেককে অপহরনের কথা বলে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণও আদায় করতো। এমন অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে চক্রের হোতা রাজুসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এদিকে আক্তারুজ্জামান ফ্লাইওভারে ট্রাক চাপায় ইঞ্জিনিয়ার দম্পত্তিকে হত্যার অভিযোগে ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স ইর্ন্টান্যাশনালের ড্রাইভার আলী হোসেনকে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে রাজবাড়ি থেকে গ্রেফতার করা হয়।