কক্সবাজার পেকুয়ার গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম, অস্ত্র ও তিন জনকে আটক করেছে র্যাব ৭। বুধবার রাতে র্যাব ৭ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়নের গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় । একটানা ৪৮ ঘন্টার অভিযান শেষে সেখান থেকে ৮টি দেশীয় অস্ত্র ও বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় । অভিযানে অস্ত্র তৈরির কারখানা থেকে একাজে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে । চট্টগ্রাম এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ জানান, পেকুয়ার এই গহীন পাহাড়ে একটি মহল অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছে এমন সংবাদ পেয়ে তারা সেখানে অভিযান চালায় । উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।