বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন বিদ্যুতের তার দিয়ে হাতি হত্যা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ রবিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
ফেসবুক পোস্টে নসরুল হামিদ বলেন, সম্প্রতি বিদ্যুতের তার দিয়ে হাতি হত্যাসংক্রান্ত কিছু খবর আমাদের নজরে পড়েছে। হাতির উপদ্রপ থেকে বাঁচতে দেশের বিভিন্ন জায়গায় জিআই তার দিয়ে বেষ্টনি তৈরি করে তাতে বিদ্যুতের লাইন সংযুক্ত করা হয়েছে। এতে যখন কোনো হাতি ওই এলাকায় প্রবেশ করতে যাচ্ছে তখন বিদ্যুতের শকে মারা পড়ছে। এই প্রবণতা খুবই মারাত্মক, বন্যপ্রাণী এবং মানুষের জন্যও।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিদ্যুতের লাইন ব্যবহার করে ভবিষ্যতে এমন কোনো অপকর্ম করলে আমরা কঠোর ব্যবস্থা নেবে।