চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকার খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে তারই কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল আর নান হুমকি দেয়ার অভিযোগে যুবদল নেতা হারুন মিয়াকে আটক করেছে পুলিশ। এর আগে গত ২৫ জুন অনুমতি না থাকা সত্বেও হারুন মিয়ার বড় ভাই একরাম মিয়ার মেয়ের বিয়ের আয়োজন করা হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে। যদিও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে বিয়ে বন্ধ করে দেয়। প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের অভিযোগ, বিয়ে বন্ধ হবার পেছনে তার যোগসাজশ আসে এমন ধারণা থেকেই তার ওপর ক্ষিপ্ত হয় হারুন মিয়া। দেয়া হয় প্রাণ নাশের হুমকিও। কারণ, এর আগেও বেশ করেকবার বিয়ের অনুষ্ঠানের অনুমতি চাইলেও তাতে রাজি হননি তিনি। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানায় আজ অভিযুক্ত হারুন মিয়াকে আটক করা হয়েছে । অভিযুক্ত বাকিদেরও আটকের চেষ্টা চলছে। এদিকে হারুন মিয়া এবং তার বড় ভাই একরাম মিয়া ছাড়াও আরো ৪ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে থানায় একটি মামলা করেছে প্রধান শিক্ষক নিজাম উদ্দিন।