বিছার কামড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে মিসরের আসওয়ান শহরে এবং অসুস্থ হয়েছে আরো ৪৫০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, মরুভূমি ও পার্বত্য অঞ্চলের গ্রামগুলোতে বাড়তি প্রতিষেধক পাঠানো হয়েছে। বিছার কামড় খাওয়া রোগীদের চিকিৎসায় চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন।
জানা গেছে, গত শুক্রবার নীল নদের নিকটবর্তী এলাকায় প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝড় হয়। ঝড়ের পানিতে ভেসে অসংখ্য বিছা শহরে এসে পড়ে। বিছাগুলো ঘরবাড়িতেও ঢুকে পড়ে। নিরাপত্তার জন্য শহরের বাসিন্দাদের বাড়িতে সাবধানে থাকতে বলা হয়েছে।