চট্টগ্রাম নগরীর বায়েজিদে আধিপত্য বিস্তারের জেরে ছাত্রলীগ নেতা ইমন রনি হত্যাকাণ্ডের সঙ্গে নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নুরুল হক মনির সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ।
রোববার (১৪ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে এ দাবি করেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি ইকরামুল কবির লিখিত বক্তব্যে বলেন, দুই গ্রুপের সংঘর্ষে ইমন রনি খুনের ঘটনায় বায়েজিদ থানায় যে মামলা দায়ের করা হয়েছে এতে ষড়যন্ত্রমূলকভাবে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নুরুল হক মনিরকে আসামি করা হয়েছে। দুই গ্রুপের সংঘাতে ইমন মারা গেলেও ওই দুই গ্রুপের সঙ্গে ন্যূনতম সম্পর্ক না থাকার পরও নুরুল হক মনিরকে মিথ্যা মামলায় জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত।
অনতিবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান তিনি।