এন প্লাস ডেস্কঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর খোরশেদ আলম সুজন বাসায় গোপনে ঠিকাদারের কাজের বিলের চেক স্বাক্ষর করছেন। সম্প্রতি ঠিকাদারের বকেয়া পাওনা বাবদ বিভিন্ন বিলের প্রায় ৮০ লাখ টাকার চেকে আগের তারিখ দেখিয়ে স্বাক্ষর করেছেন সদ্য বিদায়ী এই প্রশাসক।
এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে আকস্মিক সরিয়ে দিয়ে অতিরিক্ত প্রধান কর্মকর্তাকে আর্থিক ক্ষমতা অর্পণের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েও বিতর্কিত ভূমিকা পালন করেছেন সদ্য বিদায়ী প্রশাসক সুজন— এমন অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এমন আদেশ নিয়মবর্হিভূত।
নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া এক অভিযোগে জানা গেছে, খোরশেদ আলম সুজন সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর তার বাসায় গোপনে ঠিকাদারের কাজের বিলের চেক স্বাক্ষর করছেন । ১ ফেব্রুয়ারির আগের তারিখ দেখিয়ে সেসব চেকে স্বাক্ষর করছেন তিনি। সম্প্রতি ঠিকাদারের বকেয়া পাওনা বাবদ বিভিন্ন বিলের প্রায় ৮০ লাখ টাকার চেকে স্বাক্ষর করেছেন তিনি। বিষয়টি চসিকের হিসাব শাখায় খোঁজ নিলেই এর সত্যতা মিলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।