জামালপুরের দেওয়ানগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেলো দশম শ্রেণির এক স্কুলছাত্রী। সে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাতাইলা পাড়া গ্রামের সোহরাব হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২৬ নভেম্বর রাতে পাশের গ্রামের ফরহাদ হোসেন (৩৩) নামে পেশায় কৃষক এক যুবকের সঙ্গে সেই ছাত্রীর অমতে বিয়ে দিচ্ছিল তার পরিবার। মেয়েটি পড়ালেখা করে প্রতিষ্ঠিত হতে চায়। গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে কালবিলম্ব না করে রাতেই সেখানে যান দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার সেফা। তিনি ওই ছাত্রীর পরিবারের সাথে কথা বলে তাদের বোঝাতে সক্ষম হন। ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না এই শর্তে মুচলেকা নেওয়া হয় পরিবারের কাছ থেকে। বাল্যবিবাহ বন্ধের পর মেয়েটিকে লেখাপড়া চালিয়ে যাওয়ার উৎসাহ জোগাতে ইউএনও একটি স্মারক কলমও উপহার দেন।