১৯ নভেম্বর শুক্রবার সকাল ৮ টার সময় বান্দরবান কেন্দ্রিয় রাজগুরু বৌদ্ধ বিহার থেকে এই পিন্ডচরণে শুরু করে শহরে মধ্যম পাড়া, উজানী পাড়া ও বাজার এলাকা ঘুরে পুনরায় কেন্দ্রিয় রাজ গুরু বৌদ্ধ বিহারে এসে শেষ হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ৩শ এর অধিক বৌদ্ধ ভিক্ষু ও সংঘরা পিন্ড চরণে অংশ নেই।
শুধু মাত্র বান্দরবান পার্বত্য জেলায় পিন্ডদান অনুষ্ঠান হওয়া বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকারা ছুটে আসে পিন্ডদান অনুষ্ঠানে অংশ নিতে।
এসময় শহরে প্রধান প্রধান সড়কে সুন্দরভাবে নিজেদের প্যান্ডেল সাজিয়ে তুলে। সারিবদ্ধভাবে দাড়িয়ে দায়ক-দায়িকাবৃন্দরা ভিক্ষুদের পাত্রে চাল, জুস, মোমবাতি, টাকা ও দানীয় দ্রব্যাদি দান দিয়ে পূণ্য সঞ্চয় করে বৌদ্ধ ধর্মবলম্বীরা।