“মুজিব বর্ষে শপথ, দুযোর্গ জীবন-সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ উদ্ধোধন অনুষ্ঠিত হলো।
৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশন করে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলো। তিন দিনব্যাপী এই সপ্তাহটি চলবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লুৎফর রহমান( সার্বিক) জেলা প্রশাসক বান্দরবান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর কুদ্দুজ ফরাজি। সভাপতিত্ব করেন, মোঃ মতিয়ার রহমান সহকারি পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বান্দরবান।