সকালে নগরীর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । এতে এ ব্যবসায় জড়িত সকলেই মানববন্ধনে উপস্হিত ছিলেন । মানববন্ধনে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শহরভিত্তিক উন্নয়নের পাশাপাশি গ্রাম হবে শহর শ্লোগানকে কেন্দ্র করে দেশজুড়ে উন্নয়নের যে জোয়ার তৈরী হয়েছে তা বাস্তবায়ন করতে গেলে বিল্ডিংয়ে উঠানামায় লিফটের বিকল্প অন্যকোন প্রযুক্তি নেই। ভোক্তাপর্যায়ে দাম সহনীয় রাখার জন্য আমদানীকৃত লিফটের উপর অতিরিক্ত যে কর আরোপিত হতে যাচ্ছে তা বাস্তবায়ন হলে,সেটা হবে প্রধান মন্ত্রীর শ্রোগান পরিপন্হী প্রদক্ষেপ । প্রস্তাবিত বাজেটে লিফট এর ওপর ৩১ শতাংশ আমদানী শুল্ক আরোপ করা হয়েছে ।এতে দেশে পণ্যটির দাম বাড়বে ।ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন । স্মিত হবে আবাসন খাতের উন্নয়ন ।একই সঙ্গে ক্ষতিগ্রম্ত হবেন খাতটির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা । শুল্ক আরোপের ফলে শতাধিক কোম্পানী দেউলিয়া হয়ে যাবে ।এই সেক্টরে কর্মরত লক্ষাধিক কর্মচারী বেকার হয়ে যাবার সম্ভাবনা। এমতাবস্হায় সার্বিক পরিস্হিতি বিবেচনায় প্রস্তাবিত অতিরিক্ত আমদানী শুল্ক প্রত্যাহার করার আবেদন জানান বক্তারা । মানববন্ধনে ইউনাটেড এক্সপারটেস বিডি লিফট এর সিইও পুজন সেন গুপ্ত, পিকো প্লাস এর পরিচালক এনায়েতুর রহমান,এক্সেল এলিভেটর এন্ড পাওয়ার জেনারেশন এর সিইও প্রকৌশলী ইসমাইল সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন