করোনা পরীক্ষায় অনাগ্রহ সবার। স্বাস্থ্যবিধিও মানছে না অধিকাংশ মানুষ। হাসপাতালের করোনা টিকা কেন্দ্রেও গাদাগাদি করে টিকা নিতে দেখা গেছে। মাস্ক ব্যবহারে উদাসীন সবাই। ফলে, ব্যাপকহারে করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে শরণখোলায়।
বাগেরহাটের শরণখোলায় জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। প্রতিটি ঘরে এই রোগে ভুগছে মানুষ। হাসপাতালের বিহির্বিভাগে শিশু ও বয়স্ক মিলিয়ে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে শতাধিক রোগী। দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যাও।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন যতো রোগী চিকিৎসা নিতে আসছে, তার মধ্যে ৯০ ভাগই জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত। এর বেশিরভাগেরই করোনার লক্ষণ রয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত ২৩ জনের করোনা টেস্টে ৯ জন পজিটিভ হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত ১৭ শিশু ভর্তি রয়েছে হাসপাতালে।