বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম পয়েন্ট দিয়ে প্রবেশের সময় ৩৩ স্বর্ণের বার আটক করেছে বিজিবি। এসময় জয়নাল আবেদীন (৬৫) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। সোমবার (৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ। আটক জয়নাল নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু জিরো পয়েন্টের বাসিন্দা মৃত বাসিন্দা মৃত ফজর আহমেদের ছেলে। বিজিবি জানায়, সোমবার ভোররাতে মিয়ানমার থেকে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশের কুতুপালং রোহিঙ্গা শিবিরে আসবে এমন খবরে অভিযানে যায় বিজিবি। প্রতিমধ্যে উখিয়ার টিভি টাওয়ার এলাকায় এক ব্যাক্তি পায়ে হেটে যাচ্ছিল। তার গতিবিধি সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশী করা হয়। এসময় তার শরীরের বিভিন্ন অংশে বাঁধা অবস্থায় স্বর্ণের ৩৩টি বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণেল বর্তমান বাজার মূল্য দুই কোটি ৯১ লক্ষ ৪০ হাজার টাকা। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, মিয়ানমার সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালন ঠেকাতে আগে থেকে সক্রিয়ভাবে কাজ করছে বিজিবি। আটক ব্যাক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান অধিনায়ক।