বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ের সীমানা প্রাচীরের উপরের লোহার পাত ধসে আহত হয়েছেন ৭ পথচারী। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ব্যাংকের ভিতরে একটি কাভার্ড ভ্যান ঘোরানোর সময় পাশের দেয়ালকে আঘাত করে। এতে দেয়ালটির উপরে থাকা লোহার পাত ধসে দেয়ালের অপর পাশে ফুটপাতে চলাচলকারী পথচারীদের গায়ের উপর পরে । এতে ৭ পথচারী আহত হন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।