বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার মাসব্যাপী ইফতার ও সেহেরী বিতরণের কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন পয়েন্টে ছিন্নমূল, ভাসমান, কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) ৪নং ওয়ার্ড ( পশ্চিম ), কক্সবাজার পৌর ছাত্রলীগের সভাপতি ইরফানুল হক এই ইফতার বিতরণ করেন।
এসময় ছাত্রলীগ নেতা ইরফানুল হক বলেন, জেলা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার শহরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও সেহেরী বিতরণের কর্মসূচিতে আমিও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। যা পুরো রমজান মাস জুড়ে চলমান থাকবে।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এমন মানুষের পাশে দাঁড়ানোর প্রশংসানীয় বলছেন সচেতন মানুষেরা। এভাবেই মানুষ পাশে সহমর্মিতা নিয়ে মানুষ দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সকলের।