চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারঘোনা এলাকায় অগ্নিকাণ্ডে দুই ভাই- বোনের মৃত্যু হয়েছে। এসময় আগুনে ২ টি বশতঘর পুড়ে গেছে।
সোমবার রাতে সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। নিহারা হলেন- মিনহাজ ও তার বোন রুহী। তারা পশ্চিম কাহারঘোনা এলাকার মোঃ ইদ্রিসের সন্তান। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ করে বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।এসময় ঘরের ভিতর মিনহাজ ও রুহী ঘুমন্ত অবস্থায় ছিলো। যে কারনে তারা ঘরে থেকে বের হতে পারেনি। আগুনে পুড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে৷
তিনি আরও বলেন, ঘরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।