চট্টগামের বাঁশখালীর চাম্বল ইউনিয়েনর দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমান আগ্নেয়অস্ত্র তৈরির সরঞ্জাম ও ১০ টি অস্ত্রসহ অস্ত্র তৈরির এক কারিগড়কে আটক করেছে রাব ৭ । মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। এই অস্ত্র কারখানার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে রাব। আজ দুপুরে রাব-৭ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব ৭ এর অধিনায়ক কর্নেল এম এ ইউসুফ জানায়,
বেশকিছুদিন ধরে সমুদ উপকূলীয় এলাকায় মাথাচাড়া দিয়ে উঠেছিল কিছু অবৈধ অস্ত্র কারবারি। তারই ধারাবাহিকতায় বাঁশখালীর চাম্বল এলাকার দুর্গম পাহাড়ী এলাকায় অস্ত্র তৈরি করে আসছিল একটি মহল। খবর পেয়ে চাম্বলের নতুনপাড়া এলাকার একটি ঘরে অভিযান চালায় রাব। পরে সেই ঘর থেকে জাকের উল্লাহ নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় ১০টি দেশীয় অস্ত্র , ড্রিল মেশিন, করাতসহ বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম। আটক জাকের উল্রাহ অস্ত্র তৈরির মূল হোতা বলে জানিয়েছে রাব।
জব্দকৃত এসব অস্ত্র মাদক বাবসায়ী, জলদসূ এবং মহাসড়কে ডাকাতির সাথে জড়িতদের কাছে বিক্রি করে আসছিল জাকের। তবে এই দলটির সাথে রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই বলে দাবি র্যাবের।