মুহিববুল্লাহ মুহিব, কক্সবাজার
কক্সবাজারের রামু উপজেলার লম্বরী পাড়ায় বাঁকখালী নদীতে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা হলেন-তাসপিয়া নুর জুহুরা (৯), জান্নাতুল মাওয়া (৫)।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন রামু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া।
নিহত তাসপিয়া নুর জুহুরা ও জান্নাতুল মাওয়া রামুর লম্বরী খন্দকার পাড়ার আব্দুল করিমের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া বলেন, শুক্রবার সকালে নিজেদের ক্ষেতে ঘাস কাটতে আসে দুই বোন। একই সঙ্গে এলাকান আরও তিনজন শিশুও আসে। সবাই ঘাস কেটে নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সবাই ডুবে যেতে থাকে। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও জুহুরা ও মাওয়া নিখোঁজ ছিল। পরে খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। দুপুর আড়াইটার দিকে তাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে নদী থেকে ড্রেজার বসিয়ে বালি তোলায় বড় গর্তের সৃষ্টি হয়। নদীগর্ভের সেই গর্ত থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply