তিনি একজন গীতিকার তিনি গল্পকার শত শত জনপ্রিয় নাটক শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও এর সফল নির্মাতা। চট্টগ্রামের লেডা মিয়া খ্যাত জনপ্রিয় অভিনেতা উত্তম কুমার। সদা হাস্যউজ্জল গুলি এই নির্মাতার হাত ধরে অনেক মডেল আজ মিডিয়া জগতে জনপ্রিয়তা পেয়েছে। একজন মানুষের এত গুন থাকতে পারে তাকে দেখে কেউ বুজতে না পারলেও তার কাজ দেখে বোজা যায়। ক্যাসেট থেকে সিডি তারপরে ইউটিউব সর্ব স্থানে তার জনপ্রিয়তা তুঙ্গে। অনেক ইউটিউব চ্যানেলের ভিডিও কোটির উপরে ভিউ শুধু তার সুদক্ষ নির্মাণের কারনে,ফিল্মের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী থেকে স্যাটেলাইট চ্যানেলের অনেক জনপ্রিয় মুখ তার পরিচালনায় কাজ করেছেন। বর্তমানে আজমীর মিউজিকের শুটিংয়ে সে ঢাকা গাজীপুরে অবস্থান করছেন।