নাঈম ঊদ্দীন ইমন ,চট্টগ্রাম প্রতিনিধিঃ
বসন্ত ও ভালোবাসাকে সামনে রেখে CMSME Products Fair ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড এন্ডাষ্ট্রি এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান চেয়ারপার্সন রেবেকা নাসরিন
তিনি বলেন,আপনারা নিশ্চয় অবগত আছেন আজ থেকে প্রায় ২০ বছর আগে চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের যে পথচলা শুরু হয়েছিল সে অগ্রযাথায় আপনাদের সর্বাঙ্গীণ সাহায্য-সহযোগিতা আমাদের এই কন্টকময় পথচলাক মসৃন করেছে। দীর্ঘদিন ধরে চলে আসা প্রচলিত সমাজ ব্যবস্থায় এতদঞ্চলের নারী সমাজ, শিক্ষা-দীক্ষা, সমাজের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে পিছিয়ে ছিল। কিন্তু আজকে আমরা আমাদের সৃজনশীলতা ও কর্মদ্দীপনার মাধ্যমে সেই অচলায়তন ভেঙ্গে ক্রমাগতভাবে নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, নারী ক্ষমাতায়ন,নারী জাতির মেধা ও প্রতিভার বিকাশ এবং উৎকর্ষ সাধনের মাধ্যমে হাটিহাটি পা-পা করে আজকের এই অবস্থানে এসে পৌচেছি।