আমচাষিদের মুখে দেখা দিচ্ছে হাসির ঝলক। এখন থেকেই তারা শুরু করে দিয়েছেন গাছের পরিচর্যা। নওগাঁর সাপাহার, পোরশা উপজেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা যায় গাছে গাছে আমের মুকুল এর দৃশ্য।
আমচাষিরা জানান, গত বছর বাগান পরিচর্যায় ত্রুটি হওয়ার কারণে অধিকাংশ বাগানিদের খেসারত দিতে হয়েছিল। অনেকের বাগানের আমে কালচে দাগ হওয়াসহ বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছিল। এ জন্য এবার আগেভাগেই পরিচর্যা শুরু করেছেন চাষিরা।
গত বছর নওগাঁ জেলায় কোটি টাকা আমের বাণিজ্য হয়েছিল বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। এ বছর আমের বিষয়ে সাপাহার উপজেলা কৃষি দপ্তরে যোগাযোগ করা হলে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম বলেন, বর্তমানে এ উপজেলায় বাগানে বাগানে যে হারে মুকুল বের হতে দেখা গেছে, সে মোতাবেক সব বাগানে পর্যাপ্ত মুকুল ও গুটি হলে এবারও সাপাহার তথা সারা নওগাঁ জেলায় আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।