বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস।
এ উপলক্ষে রবিবার (২১ নভেম্বর) ভোর থেকে রামু সেনানিবাসে আয়োজন করা হয়
দোয়া, মোনাজাত, ইউনিটের পতাকা উত্তোলন,শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ নানা অনুষ্ঠানের।
বিকালে কেক কাটার মাধ্যমে শুরু করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি
ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর
জেনারেল মোঃ ফখরুল আহসান।
এ সময় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,
সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ,কক্সবাজার
উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ, জেলা আওয়ামী
লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,সদর উপজেলা চেয়ারম্যান
কায়সারুল হক জুয়েলসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক ও তিন বাহিনীর
পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কক্সবাজার অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা উপহার তুলে দেয়া হয়।