
১৭ই ফেব্রুয়ারি বরগুনা জেলার মৎস্যজীবীর একটি ট্রলার নিয়ে ১৮ জন জেলে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যায়। পাথরঘাটা থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে দিকে ২৫-৩০ জনের সদস্য বাহি দ্রুতগামী একটি ট্রলার জেলেদের ট্রলারে পেছন থেকে ধাক্কা ফাঁকা গুলি বর্ষণ করে টলারে থাকা জেলেরা চিৎকার করলে জলদস্যুরা ট্রলারে ওঠে ১৮ জন জেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। জলদস্যুদের কবল হইতে রক্ষা পাওয়ার জন্য ৯ জন গভীর সাগরে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হন এই ঘটনাই র্যাব গোয়েন্দা শাখার যৌথভাবে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে। । চট্টগ্রামের বাঁশখালী বরগুনা বাংলাবাজার শৈলকুপা এলাকায় থেকে কালু, জাহিদ, সেলিম, ইকবাল হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হয়।দুপুরে র্যাব ৭ এর চান্দগাও কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসন তথ্য জানান র্যাব ৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহবুব আলম পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।