কিশোরগঞ্জের অষ্টগ্রামে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মাহে আলম মোল্লা (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর মোল্লা বাড়ির শাহজাহান মোল্লার ছেলে।আজ শুক্রবার ১১ জুন দুপুরে বাঘারকান্দি হাওরে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, বাড়ির পাশে বাঘারকান্দি হাওরে জমিতে কাজ করছিলেন মাহে আলম মোল্লা। দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রাঘাতে তার শরীর ঝলসে যায়।পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. পংকজ দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই কৃষকের মৃত্যু হয়।
Leave a Reply