বঙ্গমাতার আত্মত্যাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশ গড়ার সাফল্যে অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার চসিকের টাইগারপাসস্থ কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কনফারেন্স রুমে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন মেয়র রেজাউল।
এসময় মেয়র বলেন, বঙ্গমাতার আত্মত্যাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশ গড়ার সাফল্যে অনুপ্রেরণা জুগিয়েছে। জেল-জুলুমে বিপর্যস্ত জাতির পিতাকে তিনি উৎসাহ দিয়ে গেছেন আইয়ুব খানের মতো স্বৈরশাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতার জন্য লড়তে। বঙ্গমাতার জীবন নিয়ে গবেষণা আর প্রচারের অভাবে মহীয়সী এ নারীর ভূমিকা মানুষের কাছে সেভাবে পৌঁছেনি। এজন্য বঙ্গমাতার অবদানকে জাতির কাছে তুলে ধরতে প্রয়োজন সম্মিলিত প্রয়াস।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্ল্যাহ বাচ্চু, শৈবাল দাশ সুমন, এম আশরাফুল আলম, আবদুস সালাম মাসুম, ,আবদুল মান্নান, রুমকি সেনগুপ্ত, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, শাহীন উল আলম, স্বাস্থ্য কর্মকর্তা মো. ইমাম হোসেন রানা, উপ-সচিব আশেক রাসুল টিপু, সিবিএ সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি জাহিদুল ইসলামসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।