জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাতাদ বার্ষিকী উপলক্ষে নগরীর ৩৬নং ওয়ার্ড যুবলীগের উদ্দ্যোগে অসহায় ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে নগরীর গোসাইল ডাঙ্গা ফফিরহাট এলাকাার বন্দরের ৩নং জেটি সংলগ্ন মূল সড়কে নগর যুবলীগ নেতা ও যুব সংগঠক মো. সালাউদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল হক রাসেল। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাইফুল আলম চৌধুরী। সুমন দাশ গুপ্ত ও মো. তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকির মিয়াসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, জাতির জনকের নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধু’র কল্যানে আমরা ভালভাবে খেয়ে পড়ে বেঁচে আছি। বর্তমানে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পরে অতিথিরা অসহায় ও দুস্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।