গত ২/২/২৩ ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যে চট্টগ্রামস্থ জিইসি অভিজাত রেস্তোরাঁয় (কপার চিমনি) ফোরাম- ৮৮ চট্টগ্রাম এর এক মিলন মেলা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কবি,প্রাবন্ধিক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় ও মোঃ রেহেন উদ্দিনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন মোঃ নুরুল ইসলাম ভুঁইয়া,এস,এম আবু সুফিয়ান।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৮৮ বন্ধু অধ্যাপক জাহাঙ্গীর আলম,এম এ সবুর (জি,এম-ফুলকলি গ্রুপ)এস এম সিরাজুল ইসলাম,মোঃ মোতাহের হোসেন চৌধুরী, মোঃ জসিম উদ্দিন ভুঁইয়া, মাহফুজুল হক ফরহাদ,মীর মোঃ সাইফুল ইসলাম সহ প্রমুখ।
স্মৃতি চারন করেন,গেলাম সরওয়ার চৌধুরী,নুর নবী নুর,শামীমা ইয়াসমিন লিজা,সেলিনা আকতার, সাবিনা ইয়াসমিন চম্পা,তাজুল ইসলাম মানিক,শামশাদ আকতার রুমা,বিলকিস আরা বেগম,দিপ্তী রানী দাশ,বিপ্লব দাশ গুপ্ত,মোঃ আলী কাওছার,আলতাফ হোসেন,ইকবাল কবির খসরু শাহাদাত হোসেন,শাহ মোঃ ইকবাল বাহার,মোঃ জাহিদুল আনাম চৌধুরী,মোঃ আবুল কাসেম,নুরুল আবছার,তৌহিদ করিম,মোঃ হেলাল উদ্দিন,মুহাম্মদ কুতুব উদ্দিন,মোহাম্মদ নাজিম উদ্দিন ভুঁইয়া,প্রদীপ কুমার দাশ,মোঃ সাইদুল ইসলাম,হারুনুর রশিদ,মোঃ আমির বাদশা,বিপ্লব চক্রবর্তী,খোরশেদ হায়াত চৌধুরী,মোঃ সিরাজ উদ্দিন,মেজবাউল আলম,মোঃ নাজিম উদ্দিন ভুঁইয়া সহ অনেকে।
লেখক মোঃ কামরুল ইসলাম বলেন,ফোরাম -৮৮,চট্টগ্রাম নব প্রতিষ্ঠিত এই সংগঠনটি মিরশ্বরাই,সীতাকুন্ড ভিত্তিক হলে ও আগামীতে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণের সকল উপজেলা থেকে যারা – ৮৮ সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে অন্তর্ভুক্ত করে নেয়া হবে।এই সংগঠনটি শুধু বার্ষিক মিলন
মেলা ও মেজবানে সীমাবদ্ধ না থেকে মানবিক কর্মকান্ড
ও সমাজ সচেতনতা মুলক কর্মকান্ডের মাধ্যমে দেশ
ও জাতির অগ্রনী ভুমিকা পালন করবে।তিনি আরও বলেন,মানুষের মুল্যবোধ ও সচেতনতা বোধকে জাগ্রত করে আর্থিক অনুদান, সমাজের নিরীহ অসহায় মানুষের পাশে থেকে আগামীতে সমাজ ও দেশের উন্নয়নে এ-ই সংগঠন
ইতিহাস সৃষ্টি করবে।
সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যেয় গানে গানে পুরো অনুষ্ঠানকে আলোকময় করেন জনপ্রিয় সঙ্গীত
শিল্পী মুমু,গোলাম সরওয়ার চৌধুরী,জামাল উদ্দিন। অনুষ্ঠান শেষে ফোরাম-৮৮,
চট্টগ্রামের পক্ষে ও জালালাবাদ চক্ষু হাসপাতালের পক্ষে সবাই আকর্ষণীয় অনেক পুরস্কার দেয়া হয়।সভাপতি সবাইকে এই জমকালো মনোমুগ্ধকর
আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও স্মৃতিময় করায় ধন্যবাদ জানান।